খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের দু’টি স্থানে পরপর ৪টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) ৭টা ২০ মিনিটে শহরের শাপলা চত্ত্বর এবং কোর্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, অল্প সময়ের ব্যবধানে দুই স্থানে ৪টি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বিএসকে/পিসি