সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে গাঁজা, হেরোইন ও চোলাই মদসহ সাবিনা খাতুন (৩১) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাবিনা জামতৈল উত্তরপাড়ার সাইফুল ইসলাম সরকারের স্ত্রী।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাবিনা খাতুনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, ১৪ লিটার চোলাই মদ ও গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় কামারখন্দ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে, জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বিএসকে/এটি