ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে মাদকসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
কামারখন্দে মাদকসহ নারী আটক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে গাঁজা, হেরোইন ও চোলাই মদসহ সাবিনা খাতুন (৩১) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে গাঁজা, হেরোইন ও চোলাই মদসহ সাবিনা খাতুন (৩১) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে ভোরে উপজেলার জামতৈল উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাবিনা জামতৈল উত্তরপাড়ার সাইফুল ইসলাম সরকারের স্ত্রী।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাবিনা খাতুনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, ১৪ লিটার চোলাই মদ ও গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় কামারখন্দ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে, জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বিএসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।