ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মধ্য রাতে ভাঙবে লালনভক্তদের মিলনমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
মধ্য রাতে ভাঙবে লালনভক্তদের মিলনমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাউল গানের সহজ কথামালার মধ্য দিয়ে শুক্রবার (১১ নভেম্বর) মধ্য রাতে ছেঁউড়িয়ায় শেষ হচ্ছে দুই দিনব্যাপী লালন মেলা।

কুষ্টিয়া: বাউল গানের সহজ কথামালার মধ্য দিয়ে শুক্রবার (১১ নভেম্বর) মধ্য রাতে ছেঁউড়িয়ায় শেষ হচ্ছে দুই দিনব্যাপী লালন মেলা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে এ মেলা শুরু হয়।

মেলায় ৬৪ জেলা থেকে আসা দেশসেরা ৬৪জন বাউল গান পরিবেশন করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বাংলানিউজকে জানান, লালন দর্শনকে বিকশিত করার প্রয়াসে বাউল সাধকদের নিয়ে এ মেলার আয়োজন করা হয়। এতে বাউল গানের চর্চা যেমন বাড়বে তেমনি সর্বত্র ছড়িয়ে পড়বে বাউলদের দর্শন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।