কুষ্টিয়া: বাউল গানের সহজ কথামালার মধ্য দিয়ে শুক্রবার (১১ নভেম্বর) মধ্য রাতে ছেঁউড়িয়ায় শেষ হচ্ছে দুই দিনব্যাপী লালন মেলা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে এ মেলা শুরু হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বাংলানিউজকে জানান, লালন দর্শনকে বিকশিত করার প্রয়াসে বাউল সাধকদের নিয়ে এ মেলার আয়োজন করা হয়। এতে বাউল গানের চর্চা যেমন বাড়বে তেমনি সর্বত্র ছড়িয়ে পড়বে বাউলদের দর্শন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি/এটি