সিলেট: সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম আহমদ (৫০) নামে এক বিদ্যুতকর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মেজরটিলা ইসলামপুর কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সেলিম ইসলামপুর কলোনিতে বিদ্যুৎলাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল মুন্সি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মরদেহ নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনইউ/ওএইচ/এসএইচ