ফেনী: ফেনীতে মঞ্চ নাটক ‘বীরাঙ্গনার বয়ান’ প্রদর্শন করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফেনী শিল্পকলা একাডেমিতে নাটকটি প্রদর্শন করে ঢাকার শব্দ নাট্য চর্চা কেন্দ্র।
রওশন জান্নাত রুশনির রচনায় ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় এ নাটকটি প্রদর্শিত হয়।
নাটকে ১৯৭১ সালে বাংলাদেশের নারীদের প্রতি পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের চিত্র, সে সময়কার এদেশের হানাদার বাহিনীর দোসর রাজাকারদের ঘৃণ্য ভূমিকা। এছাড়াও যুদ্ধ পরবর্তী বীরাঙ্গনা নারীদের প্রতি আমাদের সমাজের অবহেলা এবং অভিভাবক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা। সর্বশেষ ২০১৩ সাল থেকে শুরু হওয়া যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার নানা দিক।
এরআগে, ফেনী শিল্পকলা একাডেমিতে ‘ফেনী থিয়েটার’র আয়োজনে দুই দিনব্যাপী এ নাট্য কর্মশালা শুরু হয়।
কর্মশালার উদ্বোধন করেন- জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রাশেদ মাযহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এমটিএম কামরান হাসান।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি/পিসি