রংপুর: মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় সোনালী ব্যাংকের সামনে আগুনে দুইটি দোকান পুড়ে গেছে। এতে ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুক্রবার (১১ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, নগরীর জাহাজ কোম্পানীর রোডে সোনালী ব্যাংকের সামনের পলাশ ও সৌসি ট্রেডার্স দোকানে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
দোকানের মালিক ফিরোজ জানান, এ ঘটনায় ৭-৮ লাখ টাকার মামলা মাল পুড়ে ছাই হয়ে যায়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সাভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময় ০৪২০ ঘণ্টা নভেম্বর ১২, ২০১৬
আরএ