সাভার, ঢাকা: সাভারে জাগরণী থিয়েটারের উদ্যোগে পরিবেশিত হলো রবীন্দ্রনাথের মঞ্চ নাটক রাজার চিঠি।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হয়।
একটি চিঠিকে কেন্দ্র করে রচিত এ নাটকটির ১৫ তম প্রযোজনায় চতুর্থবার প্রদর্শিত হলো। এ নাটকে বাংলা ভাষা, দেশ প্রেম ও দেশের স্বাধীনতার মূল কথা প্রকাশ পেয়েছে।
নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী ও নিদের্শনায় দেবাশীষ ঘোষ এবং নাটকটির প্রধান চরিত্রে অংশগ্রহণ করেছেন জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক সরন সাহা।
বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরএ