ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টা ১২ মিনিটে রেলমন্ত্রী ঢাকা সেনানিবাস রেলওয়ে স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের এই চতুর্থ ট্রিপের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, বর্তমানে রেলওয়ের বহুবিধ অগ্রগতি হচ্ছে। আগের বিএনপি সরকার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইন করা তো দূরের কথা, সংস্কার পর্যন্ত করেনি। এখন ডাবল লাইন করা হচ্ছে। এ কাজের ৭০ ভাগ শেষ হয়েছে।
‘সরকারের বাকি দুই বছরে উন্নয়নের দিক দিয়ে রেলে নতুন চমক দেখাবো’ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আগামী বছরের প্রথম দিকে খু্লনা থেকেও ভারতে ট্রেন চালু করা হবে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। দেশের কোনো জেলা রেলের নেটওয়ার্কের বাইরে থাকবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রেল সচিব ফিরোজ সালাউদ্দিন, রেলের মহাপরিচালক আমজাদ হোসাইন, ভারতীয় সহকারী হাই কমিশনার ড. আদর্শ সাইক প্রমুখ।
এদিকে, নতুন এই ট্রেনটি কলকাতা থেকে শুক্রবার ও ঢাকা থেকে শনিবার ছেড়ে যাবে।
ঢাকা-কলকাতা রুটে চতুর্থ এ ট্রিপ চালুর কারণে এখন সপ্তাহে তিনদিনের পরিবতে চারদিন এ রুটে ট্রেনটি চলাচল করবে।
অন্যদিকে, চতুর্থ ট্রিপের যাত্রীদের অনেকেই জানান, কাস্টমস পরীক্ষার কাজটি ট্রেনের অভ্যন্তরে করলেই তাদের সুবিধা। রেলের টিকিট কাউন্টার আরও একটি বাড়ানোর দাবি তাদের।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসএ/এসআর