ঢাকা: ব্লগার নিলয় নিলাদ্রী ও লেখক প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের গোয়েন্দা শাখার নেতা খায়রুল ওরফে ফাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিটি ইউনিট।
শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসজেএ/বিএস