ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে গণপিটুনিতে আহত কর্মচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
টঙ্গীতে গণপিটুনিতে আহত কর্মচারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গী উপজেলার আরিচপুর এলাকায় গণপিটুনিতে আহত দোকান কর্মচারী বাবু (১৮) চিকি‍ৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢাকা: গাজীপুরের টঙ্গী উপজেলার আরিচপুর এলাকায় গণপিটুনিতে আহত দোকান কর্মচারী বাবু (১৮) চিকি‍ৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত বাবুর দোকান মালিক রাব্বি বাংলানিউজকে বলেন, আরিচপুর এলাকায় আমার একটি দোকান আছে। সেই দোকানের কর্মচারী হলেন বাবু। শুক্রবার দুপুরে কাজের উদ্দেশে বের হয় সে। এ সময় স্থানীয় ইমরান ও আকরামসহ পাঁচজন যুবক তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে মৃত্যু হয়।

তবে কেন তাকে ওই যুবকরা পিটিয়েছে তা জানা যায়নি।

বাবুর গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জর দাশপাড়া এলাকায়। সে নওয়াব আলীর ছেলে। টঙ্গী উপজেলার আরিচপুর এলাকায় ভাড়া থেকে দোকানে সে কাজ করতো।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬

এজেডএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।