ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পানির টাঙ্কিতে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
গাজীপুরে পানির টাঙ্কিতে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় পানির টাঙ্কিতে পড়ে নয়ন বাবু (০৮) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় পানির টাঙ্কিতে পড়ে নয়ন বাবু (০৮) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে ওই পানির টাঙ্কি থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

নিহত নয়ন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাওসাবাড়ি গ্রামের মো. আব্বাস আলীর ছেলে।

নিহতের বাবা মো. আব্বাস আলী বাংলানিউজকে জানান, শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে নয়ন নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এক পর্যায়ে শনিবার তার মা বাসা বাড়ির পানির টাঙ্কির ভেতর খুঁজতে গিয়ে নয়নের মরদেহ দেখতে পায়।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।