ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় বাবাকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
পাবনায় বাবাকে পিটিয়ে হত্যা

পাবনায় ভাঙ্গুরা উপজেলার মন্ডুতোষ গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলে ও মেয়ের পিটুনিতে তোরাব আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পাবনা: পাবনায় ভাঙ্গুরা উপজেলার মন্ডুতোষ গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলে ও মেয়ের পিটুনিতে তোরাব আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এরআগে ভোরে বাড়িতে ছেলে ও মেয়ের পিটুনিতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বাংলানিউজকে জানান, এ ঘটনায় মৃতের মেয়ে সাবিনা খাতুন ও ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।