পাবনা: পাবনায় ভাঙ্গুরা উপজেলার মন্ডুতোষ গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলে ও মেয়ের পিটুনিতে তোরাব আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এরআগে ভোরে বাড়িতে ছেলে ও মেয়ের পিটুনিতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বাংলানিউজকে জানান, এ ঘটনায় মৃতের মেয়ে সাবিনা খাতুন ও ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসআর