ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় শামীমা আক্তার রুনা (৪৫) নামে এক নারী রহস্যজনকভাবে দগ্ধ হয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে বিমানবন্দর থানা পুলিশ।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি জানান, দগ্ধ অবস্থায় ওই নারী চিকিৎকার করতে করতে বিমানবন্দর পুলিশ বক্সের কাছে আসেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এজেডএস/এএটি/আইএ