ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ৬৫ হাঁড়ি চোলাই মদসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
নলডাঙ্গায় ৬৫ হাঁড়ি চোলাই মদসহ আটক ৮ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৬৫টি হাঁড়িভর্তি চোলাই মদ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর একটি দল।

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৬৫টি হাঁড়িভর্তি চোলাই মদ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর একটি দল।

এ সময় চোলাই মদ উৎপাদন, বিক্রি ও সেবনের দায়ে ৬ ব্যবসায়ী ও ২ নারীকে আটক করা হয়।

শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর লোহারপাড়া গ্রামে চোলাই মদের কারখানায় এ অভিযান চালানো হয়।

পরে বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ নারীকে ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মির্জাপুর লোহারপাড়া গ্রামের বিনয় লোহার (৩৫), আনন্দ লোহার (৪৫), ব্যাপ চরণ (৫৩), নিমাই কর্মচার (৩২), নন্দলাল লোহার (৪৫), বিমল লোহার (৩৭), মিনা রানী (৩৫) ও দেবীতা রানী (৩০)।
 
র‌্যাব-৫ এর নাটোর কোম্পানির সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।