ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোশাক শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
গাজীপুরে পোশাক শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মেম্বারবাড়ি এলাকায় আজহারুল ইসলাম (২০) নামে এক পোশাক শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মেম্বারবাড়ি এলাকায় আজহারুল ইসলাম (২০) নামে এক পোশাক শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ওই এলাকার গফুর মেম্বারের ছেলে শাহজাহানের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহত আজহারুল ময়মনসিংহের ভালুকা থানার সাতেঙ্গা এলাকার মো. শহিদুল্লার ছেলে।  

বিষয়টি বাংলানিউজকে জানান জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে রাত দেড়টার দিকে ওই বাসা থেকে আজহারুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।  

প্রাথমিকভাবে খুন হওয়ার কারণ জানা যায়নি। তদন্ত চলছে, বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।