বরগুনা: বরগুনায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারীর নিরাপত্তায় জেলা পুলিশের উদ্যোগে ‘জাগরনী’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বরগুনা জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, পাবলিক প্রসিকিউটর ভূবন চন্দ্র হালদার প্রমুখ।
বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক বাংলানিউজকে জানান, ‘জাগরনী’ ইতোমধ্যে বেশ কয়েকটি প্রশংসনীয় নারী নির্যাতন প্রতিরোধে কাজ করেছে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এনটি