পিরোজপুর: পিরোজপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) ৪ জন আহত হয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পিরোজপুর-নাজিরপুর সড়কের পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের জ্ঞানসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক (৪০), পিরোজপুর সদর উপজেলার চর পুকুরিয়া গ্রামের মো. সাকির (২৬), একই গ্রামের মো. লিটন (২৫) ও একই উপজেলার দাউদপুর গ্রামের সাব্বির রহমান (২১)।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে থানায় যাচ্ছিলেন এসআই এনামুল হক। পথে জ্ঞানসা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এনামুল ও অপর মোটরসাইকেলের তিন আরোহী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে এনামুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাসনাইন পারভেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বিএসকে/পিসি