ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বকশীগঞ্জে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বকশীগঞ্জে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুরে জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর: জামালপুরে জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ এ মতবিনিময় সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ন‍ূর মোহাম্মদ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জান, জিএসএম মিজানুর রহমান, বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু প্রমুখ।

এছাড়াও বকশীগঞ্জের ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।