ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে আইনগত সহায়তা শীর্ষক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ঠাকুরগাঁওয়ে আইনগত সহায়তা শীর্ষক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওয়ে আইনগত সহায়তা প্রদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আইনগত সহায়তা প্রদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ শাহীদুল ইসলাম আজমী।

কর্মশালায় বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, বে-সরকারি সংস্থা ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।

কর্মশালায় মানবপাচারের শিকার, নির্যাতিত নারী-শিশু, অস্বচ্ছল, সহায় সম্বলহীনদের সরকারি খরচে মামলা পরিচালনা ও আইনগত পরামর্শ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।