শরীয়তপুর: শরীয়তপুর সদর হাসপাতালের ৬ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
হাসপাতালে অনুপস্থিত থাকার কারণে তাদের এ নোটিশ দেওয়া হয়।
শনিবার (১২ নভেম্বর) শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস কারণ দর্শানোর এ নোটিশ দিয়েছেন।
ছয় চিকিৎসক হলেন- অর্থোপেডিক্স সার্জন ডা. আকরাম এলাহী, মেডিকেল অফিসার দেবাশীষ সাহা, ডা. হাসান ইমাম, ডা. নওশাদ মাহমুদ, ডা. রাজীব শংকর কর্মকার ও গাইনি চিকিৎসক মিতু আক্তার।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে ওই ছয় চিকিৎসকের উপস্থিতি না পেয়ে লাল কালি দিয়ে হাজিরা খাতায় অনুপস্থিত করে দেই। পরে সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নির্দেশে তাদের শোকজ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এনটি/পিসি