ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে জালভোট দেওয়ার অভিযোগে আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
সিরাজগঞ্জে জালভোট দেওয়ার অভিযোগে আটক ৭

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া কমিউনিটি ক্লিনিক ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ভোটকেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে জালভোট দেওয়ার সময় ৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।