সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া কমিউনিটি ক্লিনিক ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
ভোটকেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে জালভোট দেওয়ার সময় ৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরবি/পিসি