গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) নবনির্বাচিত নেতারা।
শনিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় ম্যাব সভাপতি মো. আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক এইচ এম অহেদুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বিশেষ মোনাজাত শেষে টুঙ্গিপাড়া পৌরসভার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন- গাজীপুরের টঙ্গি পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান।
ম্যাবের নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র মো. অহিদুল ইসলাম হাজরা, সহ সভাপতি ও টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এনটি