গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে কাশিয়ানী সদরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানের সমর্থক মনির মৃধার সঙ্গে সাবেক চেয়ারম্যানের সমর্থক আলমগীর মুন্সির কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার বেলা ১১টার দিকে উভয় গ্রুপের সমর্থকরা দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে আহত হন উভয় গ্রুপের অন্তত ১৫ জন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনুর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসআই