ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গোসাইরহাটে লরির ধাক্কায় অটোবাইক যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
গোসাইরহাটে লরির ধাক্কায় অটোবাইক যাত্রী নিহত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় তেলবাহী লরির ধাক্কায় শাজাহান বেপারী (৫৫) নামে এক অটোবাইক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোবাইক চালক।

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় তেলবাহী লরির ধাক্কায় শাজাহান বেপারী (৫৫) নামে এক অটোবাইক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোবাইক চালক।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গোসাইরহাট-শরীয়তপুর মহাসড়কে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে এ দুর্ঘটন‍া ঘটে।

নিহত শাজাহান বেপারী উপজেলার ধীপুর গ্রামের মৃত মনাছি বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে যাত্রী নিয়ে ওই অটোবাইকটি দাসের জঙ্গল বাজারে যাওয়ার পথে ইউএনওর বাসভবন সংলগ্ন মোড়ে বিপরীতমুখী একটি লরি ধাক্কা দেয়। এতে অটোবাইকটি যাত্রীসহ সড়কের পাশের খাদে পড়ে যায়।

স্থানীয়রা শাজাহান বেপারী ও চালক নেছার সরদারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাজাহান বেপারীকে মৃত ঘোষণা করেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।