ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পরিবেশবান্ধব ট্যানারি গড়ার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
পরিবেশবান্ধব ট্যানারি গড়ার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পরিবেশবান্ধব ট্যানারি গড়ার দাবিতে সাভারের হেমায়েতপুরে মানববন্ধন করেছেন ঝাউচর এলাকাবাসী। শনিবার (১২ নভেম্বর) দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরী মেট্রো ট্যানারির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাভার, ঢাকা: পরিবেশবান্ধব ট্যানারি গড়ার দাবিতে সাভারের হেমায়েতপুরে মানববন্ধন করেছেন ঝাউচর এলাকাবাসী।

 

শনিবার (১২ নভেম্বর) দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরী মেট্রো ট্যানারির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউপি সদস্য শাহ আলম বলেন, ট্যানারির সিইটিপির থেকে বর্জ্য নির্গত হচ্ছে। ফলে এলাকার ফসলি জমির উৎপাদন ক্ষমতা বিনষ্ট হচ্ছে। ওই এলাকার অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। অচিরেই ট্যানারি কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
 
মানববন্ধনে স্কুল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির লোকেরা অংশ নেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এদিকে, একশ’ ৫৫টি ট্যানারির মধ্যে ১৫ থেকে ২০টি ট্যানারি কাজ শুরু করলেও বাকি ট্যানারিগুলো কাজ এখনো শুরু করেনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দায়ের করার পরও কোনো প্রতিকার না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।