কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইভনিং মাস্টার্স অব আর্টস ইন ইংলিশ (ইএমএ) কোর্সের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিভাগের কনফারেন্স রুমে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রোগ্রাম পরিচালক ও বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।
বিশেষ অতিথি ছিলেন- কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের সভাপতি এম এম শরিফুল করিম, বাংলা বিভাগের সভাপতি ড. জি এম মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, মো. আবুল হায়াত, নাদিয়া সারোয়ারসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এনটি/পিসি