বরিশাল: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে কলেজের মূল ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন ফিউচার বাংলাদেশ’র সভাপতি বাপ্পী দত্ত।
বক্তারা দ্রুততম সময়ে হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্রমৈত্রী ব্রজমোহন কলেজ শাখার সভাপতি ইমরান নূর নিরব, সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী, ব্রজমোহন থিয়েটারের সভাপতি প্রদীপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমএস/এটি