ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে বাস-ট্যাংক লরি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
তাড়াশে বাস-ট্যাংক লরি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় ট্যাংক লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় ট্যাংক লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্যাংক লরির হেলপার বগুড়া জেলার শাজাহানপুর থানার জামালপুর গ্রামের আবু সামাদের ছেলে রফিকুল (৩৫) ও বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামের তাজিমুল (৫০)।

আহত বাসচালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিবুল করিম বাংলানিউজকে জানান, যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গ যাচ্ছিল। ভোরে খালকুলা এলাকায় এলে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী একটি ট্যাংকলরির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান। এসময় আহত হন আরো দু’জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।