সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ রোকন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন আরএস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রোকন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাটি গ্রামের আবুল হোসেনের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরএস এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি (ইউএসএ) পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএ