ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর বিমানবন্দর সড়কে চারলেনের কাজ শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
সৈয়দপুর বিমানবন্দর সড়কে চারলেনের কাজ শুরু ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দর সড়কটি (শহীদ ক্যাপ্টেন মীরধা শামসুল হুদা সড়ক) চারলেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দর সড়কটি (শহীদ ক্যাপ্টেন মীরধা শামসুল হুদা সড়ক) চারলেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন।

পৌরসভা সূত্র জানায়, বিশ্বব্যাংকের ঋণে মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্টের আওতায় প্রায় সাড়ে ৩ কিলোমিটার ওই সড়ক চারলেনে উন্নীত করা হচ্ছে। ১৮ কোটি ৬৬ লাখ টাকার এ কাজের দায়িত্ব পেয়েছে নাদের এন্টারপ্রাইজ।

এ সড়কের উভয়পাশে থাকবে ফুটপাথ, নর্দমা, সড়ক  বিভাজক এবং সড়ক বাতি থাকবে। আগামী ১৫ মাসের মধ্যে সড়কটি নির্মাণ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

সড়ক উদ্বোধনকালে পৌর মেয়র মো. আমজাদ হোসেন সরকার জানান, ভবিষ্যতে সৈয়দপুর হবে উত্তরাঞ্চলের একটি বৃহত্তম নগরী। সেই ধারাবাহিকতা শহরের সব সড়ক প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে।

এ সময় পৌরসভার সব কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান নাদের এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহনেওয়াজ শাবু জানান, যথাসময়ে সড়ক নির্মাণকাজ শেষ করবেন তারা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।