ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে নানা আয়োজনে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জয়পুরহাটে নানা আয়োজনে নবান্ন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাঁশি ও ঢোল বাজিয়ে এবং আনন্দ র‌্যালির মধ্য দিয়ে জয়পুরহাটে নবান্ন উৎসব উদযাপন করা হচ্ছে।

জয়পুরহাট: বাঁশি ও ঢোল বাজিয়ে এবং আনন্দ র‌্যালির মধ্য দিয়ে জয়পুরহাটে নবান্ন উৎসব উদযাপন করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ অংশ নেয়।

এরআগে, সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নবান্নকে বরণ করে নেয় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।