বরগুনা: বরগুনায় মনিরুল ইসলাম নামে এক ভুয়া হোমিও চিকিৎসকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ভ্রাম্যমান আদালত শহরের থানাপাড়া এলাকায় মনিরুলের শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফার্মেসিতে অভিযান চালায়।
এ সময় ওই ফার্মেসিতে থাকা চিকিৎসক মনিরুল ইসলামের সার্টিফিকেট মিথ্যা প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক তাকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।
প্রমথ রঞ্জন ঘটক বাংলানিউজকে জানান, ভুয়া ডিগ্রি ও সার্টিফিকেট ব্যবহার করে মনিরুল চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসআর