গাজীপুর: কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে একটি অটোরিকশার গ্যারেজ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোরে একটি অটোরিকশা গ্যারেজে অটোরিকশা চার্জ দেওয়ার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন মুহূর্তের মধ্যে পাশের একটি খাবার হোটেল, একটি চাকায় হাওয়া দেওয়া দোকান ও একটি কাঠের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পুড়ে চার দোকানের প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএস/জেডএস