গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় ভাড়া বাড়ির ঘরের চালার সাথে ফাঁস লাগানো এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত নাছির উদ্দিন আকাশ (২৮) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার সাংকিভাঙ্গা এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল তালুকদার জানান, পরিবারের সঙ্গে নাছির উদ্দিন ওই এলাকার আবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির পেছনে ঘরের চালার সঙ্গে শার্ট বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নাছির।
খবর পেয়ে সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাছির উদ্দিন এর আগে দুইবার বিষ পান করে এবং দুইবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানান এসআই মুকুল। প্রাথমিকভাবে আত্মহত্যা হত্যার আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএস/এমজেএফ