সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশের প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের চলনবিল সংবাদদাতা রুহুল আমিন (৬৩) আর নেই (ইন্নালিল্লাহে.....রাজিউন)।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার শেরেবাংলা নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলার বাদ জোহর তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. আতিকুল ইসলাম বুলবুল জানান, সাংবাদিক রুহুল আমিন কিছুদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
রুহুল আমিন ১৯৭৪ সাল থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার চলনবিল সংবাদদাতা হিসেবে কাজ করছেন। তিনি একাধারে সাংবাদিক, কবি, সাহিত্যিক ও শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি তাড়াশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও তাড়াশ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসআর