কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৪৬তম গণপ্রকৌশল দিবস উপলক্ষে ৠালি করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা শাখার সদস্যরা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অফিস থেকে এ র্যালি বের হয়।
র্যালিতে কিশোরগঞ্জ-চার (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটির সভাপতি পীযুষ কান্তি সরকার, সহ-সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা শিক্ষা তহবিলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি ও কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এনটি/এসআই