ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৪৬তম গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
কিশোরগঞ্জে ৪৬তম গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি

কিশোরগঞ্জে ৪৬তম গণপ্রকৌশল দিবস উপলক্ষে ৠালি করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা শাখার সদস্যরা।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৪৬তম গণপ্রকৌশল দিবস উপলক্ষে ৠালি করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা শাখার সদস্যরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অফিস থেকে এ র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে কিশোরগঞ্জ-চার (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটির সভাপতি পীযুষ কান্তি সরকার, সহ-সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা শিক্ষা তহবিলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি ও কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।