ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় নানা আয়োজনে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
নেত্রকোনায় নানা আয়োজনে নবান্ন উৎসব ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধান কাটা ও নতুন চালে তৈরি পিঠা খাওয়ার মধ্য দিয়ে নেত্রকোনায় ‌শুরু হয়েছে নবান্ন উৎসব।

নেত্রকোনা: ধান কাটা ও নতুন চালে তৈরি পিঠা খাওয়ার মধ্য দিয়ে নেত্রকোনায় ‌শুরু হয়েছে নবান্ন উৎসব।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা সদরের কাইলাটি ইউনিয়নের কাওয়ালিকোণা গ্রামে এ উৎসব শুরু হয়।

জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ফসলের মাঠে নিজ হাতে আমন ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন করেন।

জেলা ও উপজেলা প্রশাসনের এ আয়োজনে অংশ নেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসেন আখন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারি কাদেরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিলাস চন্দ্র পাল, নির্বাহী ম্যাজিস্ট্রে মো. সাদিউর রহিম জাদিদ প্রমুখ।

ধান কাটা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীনের বাড়িতে গ্রামীণ বিভিন্ন খেলাধুলা ও বাউল গানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।