হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আওয়াল মিয়া (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আমুরোড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে জানান, আওয়াল মিয়া উপজেলার আমরোড বাজারের এমরান মিয়ার ডেকোরেটার্সের দোকানে দীর্ঘদিন ধরে ভ্যানচালক হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার দুপুরে তিনি দোকান থেকে বের হয়ে রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএ