ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
সিরাজগঞ্জ ইয়াবাসহ আটক ২

সিরাজগঞ্জ সদর উপজেলার পার পাচিল এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার পার পাচিল এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার চর ছোনগাছা গ্রামের মকবুল হোসেনের ছেলে কামরুল হাসান (২৫) ও পোটল ছোনগাছা গ্রামের মো. রবিউল হাসান (৪৫)।

সোমবার (১৪ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. হাসিবুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দু’টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।  

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।