ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে নবান্নের পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
শরীয়তপুরে নবান্নের পিঠা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুরে নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

শরীয়তপুর: শরীয়তপুরে নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান ফিতা কেটে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন।

জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এ উৎসবের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোখসানা পারভীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন মঞ্জুরী, যুগ্ম জেলা ও দায়রা জজ জিন্নাৎ জাহান ঝুনু, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কবির হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজাতুন আছমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।