ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে গ্রাম্য আদালত বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
হবিগঞ্জে গ্রাম্য আদালত বিষয়ক কর্মশালা

হবিগঞ্জে সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সচিবদের নিয়ে গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ: হবিগঞ্জে সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সচিবদের নিয়ে গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় বিচার ব্যবস্থার বিভিন্ন ধরন, পদ্ধতি, গ্রাম্য আদালতের এখতিয়ার, মামলা গ্রহণ ও আইন বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়।

দিনব্যাপী এ কর্মশালায় জেলার ৭৭ জন ইউনিয়ন চেয়ারম্যান ও ৭৩ জন সচিব অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।