ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নোবিপ্রবিতে কৃষি দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
নোবিপ্রবিতে কৃষি দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এগ্রিকালচার বিভাগের উদ্যোগে ‘জাতীয় কৃষি দিবস ২০১৬’ পালিত হয়েছে।

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এগ্রিকালচার বিভাগের উদ্যোগে ‘জাতীয় কৃষি দিবস ২০১৬’ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে একটি ৠালি বের করা হয়।

ৠালিতে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান ভুঁঞা, প্রভাষক সোহরাব হোসেন ও মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

পরে উপাচার্য সবাইকে সঙ্গে নিয়ে অডিটোরিয়ামের সামনে বৃক্ষরোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।