ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে নানা আয়োজনে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জামালপুরে নানা আয়োজনে নবান্ন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পিঠা মেলা আয়োজনের মধ্য দিয়ে চলছে নবান্ন উ‍ৎসব।

জামালপুর: জামালপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পিঠা মেলা আয়োজনের মধ্য দিয়ে চলছে নবান্ন উ‍ৎসব।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরে র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।

জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি।

এছাড়াও বক্তব্য রাখেন- পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এএসপি) রওনক জাহান, আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।
 
পরে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে পিঠামেলার উদ্বোধন করা হয়। দিনব্যাপী পিঠামেলায় ২৪টি স্টলে ভাপা, চিতই, দুধকলি, দুধ চিতই, পাটিসাপটাসহ ৩৩ ধরনের পিঠা নিয়ে বসেছেন সৌখিন দোকানিরা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।