ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অতন্ত ১৫ যাত্রী আহত হয়েছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অতন্ত ১৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুধসর এলাকায় এ র্দুঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের চন্ডিদাসপুর গ্রামের খয়বার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩২), যশোহর জেলার মাসুদ রানা (৪০) ও তার মেয়ে হাবিবা খাতুন (১৫), পাবনার আরমান আলীর স্ত্রী নাছরিন সুলতানা (৩০) ও তার ছেলে আবির হোসেন (১০), দিলীপ কুমার।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বাংলানিজউকে জানান, দুপুরে যশোর থেকে ছেড়ে আসা একটি বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি দুধসর এলাকায় এলে ঝিনাইদহগামী একটি ট্রাকের সংর্ঘে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।