ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ১৫৫০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
শিবগঞ্জে ১৫৫০ বোতল ফেনসিডিলসহ নারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ১৫৫০ বোতল ফেনসিডিলসহ পিয়ারা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ১৫৫০ বোতল ফেনসিডিলসহ পিয়ারা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।


 
পিয়ারা বেগম ওই গ্রামের আবু তাহেরের স্ত্রী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সারোয়ার ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রশিকনগর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর তল্লাশি করে ১৫৫০ বোতল ফেনসিডিলসহ পিয়ারা বেগমকে আটক করা হয়।

এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।