ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে উত্তরপত্র বিক্রির দায়ে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ত্রিশালে উত্তরপত্র বিক্রির দায়ে কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে জেএসসির বিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র বিক্রির দায়ে মাজাহার নামে এক দোকান মালিককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জেএসসির বিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র বিক্রির দায়ে মাজাহার নামে এক দোকান মালিককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ দণ্ড দেন।

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ওই দোকান মালিক বিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে ১শ’ থেকে ২শ’ টাকায় বিক্রি করছিলেন। এ কারণে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।