রাসমেলা (দুবলার চর, সুন্দরবন) থেকে ফিরে: পাপমোচনের আশায় সাগরে পূণ্যস্নান আর গঙ্গাদেবীর আরাধনায় শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের তিন দিনব্যাপী রাস মেলা।
সোমবার (১৪ নভেম্বর) দুবলার চরের আলোর কোল নামক ৪/৫ কিলোমিটার লম্বা সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে সকালের জোয়ারের পানিতে স্নান ও গঙ্গাদেবীর আরাধনা করেন হাজার হাজার পূণ্যার্থী।
আলোর কোলের সর্বত্র এ পূণ্যস্নান আর আরাধনার দৃশ্য দেখা গেলেও মরণের চর নামক এলাকায় পূণ্যার্থীদের ঢল ছিল সবচেয়ে বেশি।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি রাস মেলা হলেও সুন্দরবনের আশেপাশের অন্য ধর্মের লোকের কাছে এটি সাগর মেলা নামে পরিচিত।
মুসলমানসহ সব ধর্মের হাজার হাজার লোকের সমাগম ঘটে এ মেলায়। উল্লেখযোগ্য সংখ্যক বিদেশিকেও এ মেলায় দেখা গেছে।
পূণ্যস্নানের সময় পূণ্যার্থীদের ডাব, নারকেল, বিভিন্ন মিষ্টান্ন, হাঁস, মুরগি ও মানতের নগদ টাকা সমুদ্রে ভাসাতে দেখা গেছে।
খুলনার কয়রা থেকে আসা হরিপদ মণ্ডল ও বিকাশ চন্দ্র বৈরাগী বাংলানিউজকে জানান, পাপমোচন আর সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় তারা এ রাস মেলায় আসেন। এর আগেও কয়েকবার এ মেলায় এসেছেন তারা।
এর আগে রাতব্যাপী শিবপূজা, গঙ্গাদেবী, বনদেবী, গাজী-কালু, আর রাধাকৃষ্ণের পূজা অর্চনা করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিলো এ মেলায়।
বিভিন্ন মনোহরী, জুয়েলারি, কাপড়-চোপড় ও খাবার-দাবারের শতাধিক দোকান ছিলো এ মেলায়।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমআই/ওএইচ/এএসআর