ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুমকিতে পিআইবির ৩ তিনের বুনিয়াদি প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
দুমকিতে পিআইবির ৩ তিনের বুনিয়াদি প্রশিক্ষণ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কর্তৃক তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কর্তৃক তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুমকির লুথ্যারান হেলথ কেয়ার সেন্টার মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

এতে বিভিন্ন সংবাদ মাধ্যমের স্থানীয় ৩০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. শামসুদ্দীন।

তিনি বলেন, সাংবাদিকতা পেশায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যথার্থ জ্ঞান থাকা উচিত। এজন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ উপকূলীয় এলাকার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করবে।

দুমকি প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রবীণ কুমার পান্ডে, পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মাহফুজুর রহমান সবুজ, লুথ্যারান হেলথ কেয়ার সেন্টারের  নির্বাহী পরিচালক মি. পিউস ছেরো, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর দাস।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংবাদিক মো. আনোয়ারুজ্জামান চুন্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।