ঢাকা: রাজধানীর তেঁজগাও এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৭) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদনে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) মাজেদুল হক উল্লেখ করেন, সকালে তেজগাঁও এলাকার পদ্মা গার্মেন্টসের সামনে একটি গাড়ির নিচে ঘুমিয়ে ছিলো অজ্ঞাতপরিচয় ওই তরুণী। চালকের অসাবধানতায় ঘুমন্ত অবস্থায়েই তার মাথার ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই তরুণী মানসিক ভারসাম্যহীন ছিল বলে প্রাথমকি সুরতহালে উল্লেখ করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২০১৬
এজেডএস/ওএইচ/এসএইচ