সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে নানা আয়োজনে দিনব্যাপী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পিঠা-পুলি উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এদিকে, শহরের ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে পিঠা-পুলি উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া নিরপদ সড়ক চাই (নিসচা) সৈয়দপুর জেলা শাখা নবান্ন উৎসব উপলক্ষে পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এসআর